ওরা হাসে,
হাসি না এলেও ওরা হাসে।
ওরা কাঁদে,
কান্না না পেলেও ওরা কাঁদে ।
ওরা কথা দেয়,
কথা না রাখলেও ওরা কথা দেয়।
ওরা ভালবাসে,
ভালবাসতে না জানলেও ওরা ভালবাসে ,
জোর করে ভালবাসে।
ওরা মাতৃ দিবসে মায়ের সম্মান বোঝে-
নারী দিবসে নারীর।
ভাষা দিবসে ওদের ভাষা ভারী ভারী ।
ওরা পার্লার থেকে বেরিয়ে
চকচকে মুখে মিছিলে হাঁটে-
কিছু ক্ষুধার্ত বিবর্ণ ক্লান্ত মলিন মুখ হাঁটে পিছু পিছু ।
ওরা এ সি গাড়ী ছেড়ে
মাঝে মাঝে পায়ে হেঁটে, জড়ো হাতে ,
এঁদো গলির পচা বস্তিতে ঢুকে পড়ে ,
ধব ধবে সাদা জামায় কাদা মেখে।
তারপর , জড়িয়ে ধরে আদরে
গরীবের বক্ষটি ।
ওরা বসন্তের গান গায়-
যদিও জানেনা ওরা বসন্ত এসেছে কিনা?
পলাশ ফুটেছে কিনা , কোকিল ডাকল কিনা কুহু কুহু-
ওরা হোলিতে মাখে রঙ-
মানুষের রক্তে ।
শুধু কারো কারো লাল অথবা সবুজ আবিরে ভয়।
এমন আনেক রকম বিপরীত কাজ
ওরা করে নির্ভুলভাবে-
ওরা গরীবের সুখে হাসছেন,গরীবের দুখে কাঁদছেন,
অন্যায়ের প্রতিবাদী মিছিলে হাঁটছেন,
কে যেন বলছে ফিস ফিস-
এই , ফোকাসটা ঠিক রাখ-
ক্যামেরাটা চলছে তো?