মুখোশ আছে ,মুখোশ-
হরেক রকম মুখোশ।
হাতি, ঘোড়া, বাঘ, সিংহ
দাম দিলে সাজিয়ে দেব যেমনটা চাও ।
আছে ডাক্তারের মুখোশ ,
আছে ইঞ্জিনিয়ার এর মুখোশ ,
নেতার মুখোশ -তাও পেয়ে যাবে সস্তায় ।
আপনার ছেলেকে আথবা মেয়েকে
আপনি কি বানাতে চান ?
তারপর একদিন উড়াল পুল
ভেঙে পড়ল আপনার মাথায়।
রক্ত মাখা মাথা নিয়ে আপনি ছুটলেন ডাক্তারের কাছে ।
আর ডাক্তার প্রেসমেকার বসিয়ে দিল আপনার হৃদপিণ্ডে,
নামী হাসপাতাল ধরিয়ে দিল বিল দশ লাখ ।
ঘরবাড়ি ,জমা টাকা-
এক লহমায় ফাঁকা ।
তবুও রক্ত ঝরছে-
আপনার ফাটা মাথা ।
আপনি খবরের শিরোনামে ।
টিভি চ্যানেলে সাংবাদিকের চিৎকার-
এ সি রুমে চেয়রে বসা, স্থুলকায় পেট নিয়ে-
নেতা একটুখানি নড়লেন ।
বললেন ওসব বিরোধীদের অপপ্রচার-
আমাদের ভাবমূর্তি একেবারে সচ্ছ ।
এতক্ষণে আপনি বুঝলেন,
ওরা ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, নেতা নয়,
ওরা সবাই মুখশধারী ।
মুখোশ তো আপনিও কিনেছেন-
তাই না?