এই পৃথিবীর আকাশে বাতাসে,
ধুলায় ধুলায় শুধু সুখ আর সুখ ঝরছে অঝোরে আলো ও আধারে-
তুমি কি কুড়ালে কিছু তার এ জীবনে,
নাকি হিংস্র বন্য ক্ষত, কত হবে দিনে দিনে
আরো গভীর পৃথিবীর বুকে ও মানুষের মনে ,তারি হিসাবে মগ্ন জীবন –
ভুল হবে না লক্ষ্য তোমার –
ধ্বংস করে দিতেই পার শহর , দেশ এই মানব জীবন ।
জীবনের এক পরমানু ভালোবাসা যে শুধু চেয়েছিল তোমার কাছে –
তুমি কি ছুঁয়েছ কোনদিন তাকে একবার ভালবেসে , সেই তো জীবন ,তোমারই জীবন –
সেই তো প্রেম , সেই তো আলো আঁধার ,
সে যে খুব সাধারন ধুলার মত , কি হবে তার তোমার পাহাড় ডোবানো ক্ষমতায় –
সে যে শুধু ভালবাসতে চায় , সে যে শুধু
স্বপ্ন দেখে এক পৃথিবীর একটু আকাশ ,একটু বাতাস ,একটু মাটি
তার ভিতরে এক পৃথিবী সুখী মানুষ , তারা কেবল ভালোবাসতে জানে ,
তারা আকাশে বাতাসে মাটি ও ধুলায় মিশতে জানে ,
তুমি কি চেন তাকে ,নাকি ভুলেছ আগেই ?