অভিযোগ করতে করতে , পাহাড় বানিয়ে ফেলেছি আমরা দুজন ।
নিশ্ছিদ্র পাহাড় ।
দুজনেই সর্বক্ষন তাকিয়ে আছি পাহাড়টার দিকে ,
দুজন আর দুজন কে দেখতে পাই কই ?
আমারা দু জনেই জানি ,
ঐ পাহাড়ের তলায় চাপা আছে এক ভালোবাসার গল্প ,
হাজার পাহাড় ভেঙ্গে দুজন দুজন কে চাওয়ার গল্প ।