ছন্দ ছাড়া সাজগোজের
নেইকি কোন দাম ?
আকাশ থেকে বৃষ্টি পেড়ে,
মিথ্যে- উঠোন ভরালাম ।
রোদের থেকে ধার নিয়েছি ,
অনেক খানি সোনা,
তার কিছুটা চাঁদকে দিয়ে ,
জ্যোৎস্না চাদর বোনা ।
তবুও তুই ছন্দ নিবি,
দেখবি না এই মন ,
হৃদয় জুড়ে তুললি ঝড় ,
নিভল প্রদীপ কখন –
অন্ধকারে কোথায় পাব,
কোথায় পাব খোঁজ,
কবিতা তুই বড্ড জেদি,
তোর বায়না রোজ রোজ ।
এই এনেছি শব্দ কিছু ,
এটুকুই মোর সাধ্য ।
কবিতা তুই লক্ষ্মী মেয়ে,
আর হোস না অবাধ্য ।