উড়তে উড়তে ক্লান্ত পাখিটা
যখন নীড়ে ফিরে এল
তখন সন্ধ্যা রাঙা আকাশ ।
সঙ্গিনী পাখিটা ডানা ঝাপটে এসে বসল গা ঘেষে ।
গঙ্গার তীর , আকাশে মেঘের পাহাড় , বাতাসের যাওয়া আসা ।
গভীর আদরে পালকে পালক ,ঠোঁটে ঠোঁট –
নদীর পাড়ে প্রেমিকার বিরহী চোখে হারিয়ে যাওয়া ছেলেটার মন
যখন ছুঁতে এল তার ঠোঁট –অশালীন।
তখনও গঙ্গার জল বইছে শুধু সাগর প্রেমে -
তখনও আকাশে আঁধার বেলায় মেঘের ফাঁকে লুকচুরি খেলছে সন্ধ্যা আলো প্রেম আগুন মেখে ।
তখনও দুটি পাখি ঠোঁটে ঠোঁট কামড়ে ধরে
গভীর আদরে গাছের ডালে বোসে –