মানুষের ঘর মানুষে পোড়ায়,
র্ধমের নামে রক্ত ঝরায়-
ওরা কারা?
হিন্দুর ঘরে জন্মেছি আমি
হয়ত তুমি মুসলমান- বলছে ওরা এই নাকি অপরাধ।
তাই ধরমের নামে দোষ লাগিয়ে জাতে
আসছে ওরা আগুন হাতে –
পুড়ছে মানুষ ঘর বিছানা ,
যেন সস্তা আবর্জনা।
ওরা কারা ?
সালমা আমার পাশের পাড়া ,
আমি বন্ধু তার, একটা দিনও তো কাটে না আমার ওকে ছাড়া ।
সালমার ঘরে ঈদের খাবার আমার হিন্দু ঘরেও আসে।
আমার দূর্গা পুজোর বিজয়া খিচুড়ি সালমা প্যান্ডেলে বসে খায়।
আল্লা ,দুর্গা ,রাম ও রহিম এক পৃথিবীতে বাস –
নামাজের স্বর , পুজোর মন্ত্রে ভরা শান্ত বাতাসে
ওরা মেশায় জীবন পুড়ে জীবনের হাহাকার –
ওরা স্বপ্ন দেখে জীবন ধ্বংস করে জীবনে কিছু পাবার ,
আমি অনামিকা হিন্দু মেয়ে,
সালমা আমার বন্ধু ভীষণ -
কাঁদছি আমি ,কাঁদছে সালমা,
আমাদের চোখে জল –
তবে ওরা কারা ?
র্ধমের নামে আগুন হাতে ছুটছে যারা ।