আমার চোখে কাজলের গভীর রেখায়,
কতবার ডুবে গেছ তুমি কত শত প্রেম কাব্যে –
কত সময় কত বেলা শুধু সাম্রাজ্য অধিকার ,
তাকাও তো আমার দিকে আরও একবার ,
ভালোবাসা কি শুধু স্বপ্ন দেখায় আমাকে পাওয়ার –
তোমার সব পাওয়া হয়ে গেলে , নিঃস্ব তুমি –
কিছু সময় রেখো হাতে ,
উড়ে যাব কাব্যের মেঘ সরিয়ে আরো দূর থেকে দূরে –
মানবের ক্ষুধা তৃষ্ণা পেরিয়ে , জীবনের সুখ দুঃখ পেরিয়ে ,যদি আরো কিছু থেকে থাকে ,
কি নাম দেব তার ?
কিছু সময় রেখো হাতে –