অনেকটা পথ ,
যদি আকাশ মেঘে ভরে ,
যদি আঁধার আসে নেমে ,
যদি তড়িৎ খেলে যায় ,
যদি হারিয়ে যায় মন ,
যদি হারিয়ে যাই আমি ,
সাগর নদী পাহাড় মরু –
যদি শুধায় তরু –
এই মেয়েটা ,নাম কি রে তোর ?
পাগলি বলে ডেকো আমায় ,
ওই নামে তো সেও ডাকে
আর কিছু যে নেই মনে ,
অনেকটা পথ যেতে হবে
আধার পাহাড় আগুন নদী-
সব পেরিয়ে যেতেই হবে,
সে যে আমায় ভালোবাসে ,
একলা বেলা আছে বসে ,
শুধু আমার পথটি চেয়ে ।