কিছু ভুল থাকে যদি থাক আজ কবিতায় , থাক না –
নির্ভুল শব্দে , বর্নে , ছন্দে রঙে সাজতেই হবে তোকে এমনতো কথা নেই –
তুই বরং আজ থাক অভিমানি শিশুটির ঠোঁট ফোলানো হার না মানা কান্নায় ,
লুটিয়ে থাক ধুলায় আদরে ও আবদারে –
দেখি কে আজ তোকে কি করে ভোলায় ?
নিখুঁত শিল্পীর ছেনী পাথর কেটে চলে –
পাথরের বুকফুটে ওঠে কত অবয়ব ,
তায় লুকানো যেন কত কত প্রান ও প্রানের কবিতারা –
ছেনীর আঘাতে আঘাতে ঝরা টুকরো ধুলো পাথর, শিল্পির চোখে যেন শুধু ভুল –
আজ সেটুকু পাথরের ধুলো নিয়েছি কুড়িয়ে এক অকবিতায় –
দেখিনা আজ তোকে কেমন মানায় ?