তোমার আমার ভাষা তো বাংলা –
ঐ পাখিটার ভাষা কি?
ও গান গায় শাখায় শাখায় ,
কিচির মিচির কত বোলতান, কোন সুর কোন রাগ –
এ সকাল জুড়ে ওর গলা সাধাসাধি –
ও আবার ঝগড়া বাঁধাল নাকি –
ও কি আমারি মত অভিমানী খুব রাগী -
ওর সঙ্গিনী ডাকে কী নাম ধরে কে জানে গভীর আদরে,
আমি তো পাখি বলে ডাকি ওকে –
ওই পাখিটার নাম কী ?