আমার যত মন গড়া সব ,
তেমন কোন সাধ্য নেই ।
দুঃখ দেখে দুঃখই পাই ,
নতুন কোন শব্দ নেই ।
ঐ যে বসে শ্যামলা মেয়ে ,
রাস্তা ধারের বেড়ার ঘরে ,
লালচে পড়া চিটচিটে চুল ,
চিরুনি চালায় মুঠির জোরে ,
কানের লতিতে ঝুলছে দুল।
ওর মনের সবপ্ন কিছু
ধার নিয়েছে আজ ফোটা ফুল ।
আমার যত মন গড়া সব ,
তেমন কোন শব্দ নেই ।
ওই মেয়েটা লিখত যদি ,
উড়ত কিছু প্রজাপতি
ফুল ছেড়ে কবিতায় ।
আমার যত মনগড়া সব ,
তেমন কোন সাধ্য নেই।