সৃষ্টি তোমার ধ্বংস আছে ,
আকাশ তুমি পূর্ণ তারায়-
বলো আমার আছে কি?
সে আমায় কাঁদায় শুধু
শুধুই কাঁদায়, ভাসায় চোখের জলে –
তার তরে তো ভালোবেসে রইল না হয়
আমার চোখের জল –
বলো আমার আছে কি?
জন্মের জানি মৃত্যু আছে
মৃত্যুর ও ঠিকানা আছে-
জীবনের আছে সুখ দুঃখ-
বলো আমার আছে কি?
শূন্যতা পায় পূর্ণতা ,
আছে তার অগাধ নিরবতা।
বলো আমার আছে কি?