আচ্ছা কোনকালে শুনেছো,
হরিণ কখনো বাঘ শিকার করেছে ,
করেনি তো –
কিংবা ব্যাঙ সাপ ধরে খেয়েছে ,
খায়নি তো ,
আরে বাবা ,
বাঘ হরিণ শিকার করবে ,
সাপ ব্যাঙ গিলে খাবে ,
এটাই তো স্বাভাবিক –
এর উল্টো কোনদিন হয়নি আর হবেও না –
যতই আমি ব্যাঙ হয়ে ডাকিনা রাত বিরেতে ঘ্যাঙর ঘ্যাং,
আমি তো আর মানুষ নই ,আমি চিরকাল নিরীহ ব্যাঙ –