এই পৃথিবীর এত আকাশ ,এত বাতাস,
আর রাতের চাঁদ, তারা –
সব থেকে যায় আমার মনে।
তোমার সাথে পা ফেলেছি
চোখ রেখেছি স্বপ্নে মুড়ে-
আর হেঁটে যাই জনস্রোতে
যেন আকাশ রথে ভাসি ।
সবুজ পাতায় মন রয়ে যায়
চাঁদের দিকে তাকিয়ে ভাবি
তুমিও বুঝি আছ চেয়ে
চাঁদের রূপে ভুলে।
মন ভরে না হাজার রকম –
বায়না দিই জুড়ে ।
নীল শালুকটাই চাই আমার
থাক অন্য সব পড়ে ।
ভাবছ তুমি কোথায় পাবে
নীল শালুকের খোঁজ ।
আমি বলব খুঁজেই দেখ
আছে তো দুটো চোখ ।
তোমার চোখে নীল শালুকের
রঙ টা লেগে থাকুক ।
স্বপ্নে না হয় সাত রঙে
আর একটা রঙ লাগুক ।
Date-12.3.2010