প্রেমিকা তোমার আধফোটা ফুলের মত …
নাম হতে পারে গোলাপ ,জুঁই , অপরাজিতা ,
যা তুমি দিতে চাও কবিতায় –
চাঁদের মত মুখটা তার তোমার অহঙ্কার –
প্রেম তোমার উড়ো উড়ো মেঘ ,
সুখের মত আকাশে বেড়ায় ,
আবার কখনো জ্যোৎস্না রাতে হাওয়া খায় –
আর তুমি –
তুমি সে আকাশের নিচে এক রাত জাগা স্বপ্ন –
যার ঘুম আসে না কিছুতেই ,
খোলা বারান্দায় একা একা রাত জাগা প্রেমের কবিতার মত বড্ড বিলাসি সময় কাটায় এক মন –
তারপর , তুমি খুঁজছ সেই হটাত হারিয়ে যাওয়া দিনগুলো –
তুমি খুঁজছ সেই আলতা পরা নরম পা দুটি , ……
সেই নরম পা দুটো আজ যে বড্ড রুক্ষ ,
গোড়ালিটা বার মাস ফাটা ,
কিচেনে চার বেলার এটো বাসন , রান্না বান্না ,
অভাবের সংসার যেমন টা হয় -
আর তার সাথে তোমার মায়ের ধরা আমার হাজার, হাজার দোষ, ভুল ,ত্রুটি –
ঘণ্টায় ঘন্টায় , মিনিটে মিনিটে , সেকেন্ডে –মাইক্রো সেকেন্ডে অদৃশ্য বান ছুটে এসে বিদ্ধছে আমায় –
ভিষ্মের শর- শয্যায় আমার মন ,
আমি যে নারী –লোকে বলে কই মাছের প্রান -
আর তুমি তখনো খুঁজে যাচ্ছ আমার, সেই প্রথম স্পর্শ ,
তোমার হাতে আমার হাত-
আমার আঙ্গুলে পরা নীল নেলপালিশ –
তুমি সেদিন বলেছিলে আমি নিল অপরাজিতা ,
আমি তোমার প্রেমের গোলাপ ,জুঁই ,আরো কত কি-
কি বা আসে যায় ,
আজ যদি তুমি খোঁজ আমায় শুধু কবিতায় ।