সে এক মূর্খ নারী ,
বর্ষার দিনে কাস্তে হাতে –
ঘাস খুঁজে কাটে বৃষ্টিতে –
সিরিয় আকাশে উড়ল ব্রিটিশ যুদ্ধ বিমান –
বিধ্বংসী বোমা বর্ষণে আজ ঊড়াবে জঙ্গি ঘাটি –
অরিয় অলিম্পকে হকি টিম জিতল কিনা –
এসব খবর নেই তার জানা –
যতটুকু সে জানে এই ঝড় বৃষ্টির দিনে-
কি করে বেরোয় বল মাঠে ঘাস খেতে
তার পোষা আদরের গরুটি ।
তাই ভিজে ভিজে ঘাস কাটে ,
বস্তায় ভরে মাথায় নিয়ে অতি দ্রুত সে হাঁটে ।
কাদা মাখামাখি বৃষ্টি ভেজা শাড়ী
কি জানি কোথায় বা তার বাড়ী ।