শব্দ ভুলে গেছি,
তোকে দেখার পর,
আজ রঙ আর তুলি চাই ,
চাই কোন চিত্রশিল্পির এক আকাশ ক্যানভাস,
আমি এঁকে রাখতে চাই সময়,
এই সময় আর তুই
প্রেমের মত শরীর তোর ,
নাকি শরীরের মত প্রেম,
নাকি সব রঙ ঢেলেছে এবেলা শুধু মন,
কোথায় বা খুজি তখন
শুধু থামিয়ে রাখব সময়
তোর জন্য ,
পৃথিবীটা বুড়ো হোক একা একা-
তুই সকল কালের যুবতীর মত উপচে পড়া নদী
তরল সরল জল,
রঙ আর তুলিতে
আঁকা মোনালিসার হাসিটা যেমনl