তুমি হয়েছ মন যখন ,
ঠিক তোমার সাথে প্রেম তখন –
তখন স্বর্গ নরক এক,
তখন আকাশ পাতাল এক,
তখন দুঃখরা সব বইছে সুখের বোঝা
আর সুখগুলো সব জলের দামে কেনা ।
এইখানে আমি, তুমি -
আর কবিতার উপচে পড়া ভিড় -
কিনছে দেখি আমার মনের রং ,
নিখোজ হয়েছে শব্দরা বহুদিন -
তাইতো দেখি ,
আদিম পৃথিবী পিঠে -
শুধু কেবল তোমার আমার প্রেমের ছবি আকা -