মোম বাতির মত গলছে জীবন , জ্বলছে, পুড়ছে ,
তাই চারধার লাগে আলো –
নইলে ঘোর আঁধার, জীবন না থাকলে ।
রাজ্য সিংহাসন জয়, শুধু জীবনের ক্ষয় -
প্রতিটি পদক্ষেপে হেরেছ তুমি ,
জানে এ পৃথিবীর প্রতিটি ধুলিকনা ও আকাশ বাতাস –
তবু মিছিলে মিছিলে মহড়া চলে অবাধ জয়ের উল্লাস -