মেয়ে বলে
#লেখা-সংহিতা

কিছু মনে করবেন না যেন ,
"আপনি মেয়ে বলে, কবিতায় একটু বেশি লাইক,কমেন্ট পান--
এই সত্যিটা কিন্তু আপনাকে মানতে হবে"-

সত্যি বলতে কি-
বিশ্বাস করুন ,এই রকম কথা যে  এই প্রথমবার শুনলাম তা তো নয়,
সেই কবে থেকেই তো শুনছি-

যে বার স্কুলের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হলাম,তখন অনেক ছোট আমি, ক্লাস থ্রি বা ফোর-
তখনও অনেকে বলেছিল,  শুধু মেয়ে বলে প্রথম হয়ে গেল,
কিন্তু এর আগেও, আমি বহু বার বহু প্রতিযোগিতায়  গিয়েছি,আর সববারে যে জয়ী হয়েছি তা কিন্তু  নয় ,

যে বার স্কুলের বারো ক্লাসের টেস্ট পরীক্ষাতে প্রথম হলাম
একজন ছাত্রের মা তো আমাকে শুনিয়েই জোর জোর গলায় তার ছেলেকে বলছিল, মন খারাপ করিস না বাবা ,টিচাররা মেয়েদেরকে একটু বেশিই নম্বর দেয় -
কিন্তু এরআগেও আমি বহুবার পরীক্ষা দিয়েছি,দিইনি কি?
সববারে কিন্তু প্রথম হয়নি-

যে বার কলজে ম্যাথ পরীক্ষায় একেবারে একশোতে একশো পেলাম,
সব্বাই বললো মেয়ে বলে , নইলে সব অঙ্ক ঠিক হলেও দু চার নম্বর ঠিকই   কমে যায়-
কিন্তু এর আগে বহুবার অনেক কম নম্বরও পেয়েছি,
এই ম্যাথস্ এই পেয়েছি-

যে বার চাকরির ইন্টারভিউ দিতে গেলাম এবং চাকরিটা পেলাম
অনেকেই বলেছিল মেয়ে বলে-
বিশ্বাস করো এর আগেএ বহুবার ইন্টারভিউ আমি দিয়েছি
চাকরি কিন্তু হয়নি-

এখন  আবার   ইনক্রিমেন্ট ,ছুটি এসব একটু বেশি পেলে লোকে বলে ,মেয়ে বলে পেয়েছি নইলে এত তি সোজা-

এখন এইসব কথাগুলো নিয়ে  বিশেষ কিছু ভাবিনা,
আর এর উত্তর ও দিইনা কাউকে-

আসলে,সন্ধ্যের ভিড়ের ট্রেন বাসে বাদুড় ঝোলা হয়ে  যখন বাড়ি ফিরি, তখন কেউ সিট ছেড়ে দিয়ে বলে না- একটু বসুন-
মেয়ে বলে-

বরং  কেউ কেউ  ঘাড়ের উপর উঠে বলেন, 'লেডিজ কম্পারমেন্টে উঠতে পারেননি'-

আজ লেডিজ কম্পারমেন্টে কোন কারনে উঠতে পারিনি ঠিকই,

কিন্তু এই গাদা মানুষের ভিড়ে  দাড়িয়ে আছি লড়াই করে ,সোজা হয়ে ,
শুধু  কিন্তু মেয়ে বলে নয়,
আমার হেরে যাওয়া, আমার ব্যর্থতা আমার হার না মানা গল্পরা
আমাকে শিখিয়েছে মেরুদন্ডটা সোজা রেখে
কিভাবে মাটিতে পা ফেলে  ফেলে হাটতে হয়,
কিভাবে বার বার মুখ থুপড়ে পড়ে গিয়েও উঠে দাড়িয়ে আবার হাটতে হয় ,কি ভাবে এগিয়ে যেতে