চোখের তলার কালিটা ,
ভাল করে মেকআপ দিয়ে ঢেকেনে ওলি ,
আয়নার সামনে দাঁড়িয়ে বলছি নিজেকেই ।
ওলি তো আমারই নাম ।
আজ সেজেছি অনেক ,হাতে সোনার বালা ,
গলায় সাত নুড়ী হার ,কানে ঝোলা দুল ,
আর গোলাপি পাথর বসানো টিকলি তে সাজতে সাজতে মনে পড়ে সেই দিন –
খোঁপায় জরির ফুল ,
লাল বেনারসিতে অসাধারন লাগছিল,
সেদিন ছিল আমার বিয়ে -
নিজেকেই চিনতে পারিনি আমি,
যেমন চিনতে পারছি না আজ নিজেকেই ।
এক বছর পর আজ প্রথম বিবাহ বার্ষিকী ।
নতুন ফ্ল্যাটে সাজানো দামী আসবাব ,
দামি পর্দার আড়ালে –আমার সুখের সংসার ,
হাইনেক ব্লাউজে পিঠের কালসিটে দাগটা ঢেকে নিলাম-
সাজগোজ শেষে একবার দীর্ঘশ্বাস নিয়ে ,
হাসি হাসি মুখে আয়নার দিকে তাকিয়ে ভাবি
স্কুলের নাটকের ক্লাস গুলো আজ বেশ দামি –
বেশ ভালোই শিখেছি অভিনয় -
আজ বেশ বড় আয়োজন ,
শশুর বাড়ীতে নিমন্ত্রিত একশ জন ,
বাবার একমাত্র আদরের মেয়ে আমি –
বাবার দেওয়া চল্লিশ ভরি গহনা , কুড়ি হাজারের বেনারসি
সেগুনের বক্স খাট , আলমারী ,ড্রেসিং টেবিলটার
বেশ সুনাম আছে -
আমি সেজেগুজে উজ্জল মুখে প্রস্তুত -
কেউ জানতেই পারবে না , উজ্জল প্রদিপের নীচে এত অন্ধকার -
আমায় আড়ালে টেনে , বন্ধুর বউ প্রশ্ন করে?
এই ব্লাউজটা কোন বুটিকের ? বেশ সুন্দর ।
এই হিরের আংটী বুঝি বিবাহ বারষীকীর উপহার ?
আমি চুপ থেকে এক লাজুক হাসি হাসি-