আজ তোকে বলতেই হবে মেঘ, আমায় ভালোবাসিস-
নইলে কেন আকাশ জুড়ে এমন করে সাজিস ?
কেন মেঘ তুই স্বপ্ন সুখ আমার চোখে আঁকিস ,
যদি না আমায় একটু ভালোবাসিস –
কেন মেঘ তুই নিল আকাশে পাহাড় তুলে মহল গড়িস ,
যদি না আমায় একটু ভালোবাসিস –
তোর মহলের রানী হয়ে , আকাশ জুড়ে হাঁটব আমি ,
আমার পায়ের নূপুর বাজবে রিনিঝিনি –
তুই খুঁজবি আমায় এদিক ওদিক ,
আমি তখন লুকিয়ে গেছি তোর মেঘ শরীরের মনের ভিতর –
খেলছি লুকোচুরি –
এইতো আমি ,এইতো আমি -ডাক শুনে তুই
আমার খোঁজে উড়তে উড়তে বলবি আমায় ,
ভালোবাসি ,ভালোবাসি –
সেই শুনে আমি বলব তবে , এবার আমি বাড়ি যাই –
তুই বলবি , আমিও তবে বৃষ্টি হয়ে তোর সঙ্গে যাই –
তারপর , আমারা দুজন মিলে ঝরছি শুধু বৃষ্টি হয়ে ,
এক পৃথিবী প্রেমের ওপর আঁকছি জীবন মনের মত-
একবার মেঘ বলনা আমায় , ও মেয়ে তোকেই ভালোবাসি –
জানালা দিয়ে মুখ দেখিয়ে আজও গেলি একলা উড়ে -
আমি আর কোনদিন হবো না রাজি –
তুই যতই ক র না সাধাসাধি -
আর কতবার জন্ম নেব , তোর পাগল প্রেমে আমি –
হাত বাড়িয়ে আছে আমার শুন্য ব্যাল্কনি -