সে আকাঙ্ক্ষিত ভালোবাসা
আকাশের সাথে বিলীন
সে অপুর্ব চিরন্তন যে টুকু খানি
তা হৃদয়ের মলিনতা
এ পৃথিবী প্রান্তর রুক্ষ নীর্জীব
যা কিছু দেখি সমুখে সুন্দর
তা তপ্ত মরুভুমির মরীচিকা।
যা লাগে ভালো
সে অন্ধকার কালো
অমাবস্যার তমশার অনুভূতি।
যদি চাই চোখের জলে
সে লোকে কলঙ্ক বলে
তবু অবহেলে
একাকিনী ভালোলাগে এ পৃথিবীকে
ভালোলাগে তোমাকে
ভালোলাগে- ‘ভালো আছ তুমি’
ভালোবাসি শান্ত নিঃশ্বাস নিতে
ভালোবাসি হারিয়ে যেতে
তোমার থেকে অনেক অনেক দূরে।