যেমন করে সন্ধ্যা পাখিরা ফিরে আসে নীড় ভালোবাসে,
যেমন করে চাষিরা ধান ফলায় মাঠের পরে ,
যেমন করে মা জড়ায় শিশুকে আদরে ,
তেমন করে লিখব কবিতা্ আমি একদিন –
তেমন করে লিখব নিশ্চয়ই –
জলের ওপর যেমন জাগে বাতাস মৃদু আদর ছোঁয়ায় –
শুধু প্রেমে ,শুধু ভালোবাসায় –
একদিন তেমন করে জাগব আমি ,
একদিন তেমন করে জাগব নিশ্চয়ই ,
কোন হিংস্রতা ,কোন রুক্ষতা ছোঁবে না আমায় –
আমি জন্মাব মানুষের ঘরে শুধু মানুষ হয়েই-
একদিন আমি জন্মাব শুধু ভালবাসতে ও
খুঁজে পেতে ভালোবাসা –
একদিন আমি লিখব ভাঙা ঘর সংসার মাটির দেওয়াল জুড়ে আঁকা লতা পাতাআলপনার ভিতর বেঁচে থাকা আজীবন ভালবাসার কথা , শুধু –
নতুবা লিখব ছেঁড়া শাড়ি পরা শির্ন রমণীর ছোপ ছোপ ধুলো মাখা মুখের এক মুহুর্ত অজানা সুখের হাসিটার কথা –
একদিন আমি সোনালি ধানের মত ,
অনন্ত স্বপ্ন ও সাধ বুকে ভরে ঝরাব আগামনি সুর -
না না একদিন আমি রক্ত নদীর জলে দেব না আর ডুব ,
কুড়াব না আর ঝুটা মুক্তা মানিক ,
একদিন নিশ্চয়ই মিথ্যের মোহ ছিড়ে জাগব আবার –
একদিন সেই হতদরিদ্র পায়ে টানা রিকশা চালকের চলমান রিকশার চাকার প্রতিটি আর্বতে জড়ানো এক পৃথিবী প্রেমের ইতিহাস পথ আমি লিখে যাব , না কোন কবির কলমে নয় ,
এক নিস্পাপ শিশুর হাসি ও কান্নায় ,
অঙ্কুরিত বীজের প্রথম পাতায় জেগে ওঠা সবুজ প্রানে আমি লিখব
আদিম প্রেমের ইতিহাস ।