মানুষ হয়ে জন্ম আমার ,
আমি মানুষের মতই বাঁচতে চাই ।
লিখতে যখন পারি –
তখন স্বাধীনতার কথাই লিখতে চাই –
স্বাধীন লেখা যদি আনে বদ্ধ কারাগার –
মৃত্যু শাস্তি আনে যদি আনুক বিচার –
তবু আমি মরবার আগে স্বপ্ন দেখি
মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচার।
এই কবিতা ,Nobel Peace Prize winner Liu Xiaobo কে উৎসর্গ করে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানালাম ।