পুরুষের গা থেকে কে কবে
নিয়েছে কটা কবিতার ভাষা,
নারীর প্রতিটি অঙ্গ তো দেখি
কেবল কবিতার শব্দে ঠাসা-

জলের গা বেয়ে কবে বা
ডুবতে পেরেছে বাতাস ,
দেখি দিন রাত চাঁদ তারা
নিয়ে ডুব দিয়ে যায় আকাশ