শক্তি দিয়ে যায় না মোছা
কলঙ্ক যার নাম,
চারিদিকে তাকিয়ে দেখ,
কেবল তোমারি বদনাম-

আগুন দিয়ে পোড়ালে যাকে,
পুড়ল কি তার সব প্রমান,
চারিদিকে তাকিয়ে দেখ
কেবল তোমারি বদনাম-

ক্ষমতা দিয়ে যায় কি রোখা,
যখন বিদ্রোহী ক্ষুদিরাম,
চারিদিকে তাকিয়ে দেখ
কেবল তোমারি বদনাম-

ন্যায় বিচারে অনীহা তোমার,
কেবল শুধু গদির টান,
চারদিকে তাকিয়ে দেখ
কেবল তেমারি বদনাম-

ন্যায়ের বুকে মারছ ছুরি,
উদার সেজে ভিক্ষাদান,
চারিদিকে চেয়ে দেখ
আজ তোমারি বদনাম

বইছে হাওয়া জনরোষের,
শুনবে না আর মিথ্যা গান,
চারিদিকে তাকিয়ে দেখ
কেবল তোমারি বদনাম

অন্যায় দিয়ে গড়া কি তোর,
সিংহাসনের প্রতিটি পা?
চারিদিকে তাকিয়ে দেখ
ছড়িয়ে কেবল তোর  নগ্নতা

বইছে হাওয়া আগুন সম
চারধারে তোর বৃষ্টি কই
লাগলে আগুন জ্বলবি তুইও,
সব ক্ষমতাই পুড়ে ছাই...