কবিতাকে বলি আয় আয়,
সে শুয়ে থাকে  ধূলো বালি মেখে কুকুর ছানাটির মত রাস্তায়,
কবিতাকে বলি আয় আয়,
সে থাকে শীতের মরসুমি ফুল রঙ  হয়ে কিছুটা সময়,
কবিতাকে বলি আয় আয় পাশে বোস,
সে কেবল ভাসে কত মেঘ সুখে আকাশে আকাশে,
কবিতাকে বলি  আয় আয় কাছে আয় ,ছুঁয়ে ছুঁয়ে দেখি
এখনো কী তুই আছিস যুবতী ঋতুমতী নারীর মত-
শব্দের মোহ তার ছিল না কখনো,
তবুও ইচ্ছে হলে মাঝে মাঝে পাখির পালক ঝরানো সুখে, খুজে নেয় নীড় ,বেঁধে নেয় বাসা খড় কুটো ঠোঁটে,
কখনো আবার মানব মানবী হয়ে লিখে রাখে প্রেম,
সংসার বুনে রাখে কুটনো কাটা বঁটিতে।
কখনো বা একরাশ সাদা বক  ডানা মেলে  উড়িয়ে আনে  সন্ধ্যা ধান কাটা মাঠে-
কে যেন কলম  ধরে আজও বসে থাকে
যুগ যুগান্ত ধরে সন্ধ্যা নামে তার চোখে,আসে না শুধু ঘুম একবার ,
সে আজও খুজে যায় শব্দের
রঙ  তাকে আঁকবে বলে,
সে আজও ডেকে যায় আয় আয় কবিতা আয়,
কবিতাকি মানুষের এত এত ভাষা বোঝে,
নাকি কবিতার ভাষাখানা আজও কেবল নীরবে খুঁজে যায় কোন কবি,
ডেকে যায় কবিতাকে ,আয় আয় কবিতা আয়-