কবিতা , কখনো লিখিনি আমি –
আমি জানি, কবিতাকে লেখা যায় না –
আমি শুধু এটুকু জানি ,
কবিতার প্রাণ আছে –
আছে এক অনন্ত জীবন ।
আমি শুধু পাতায় পাতায় শব্দ বুনে যাই ,
কেন জানো ?
যদি কখনো সে আসে- আমায় ভালোবাসে ,
যদি খুঁজে নেয় আমার মন ও আমিকে –
যদি বসে মুখোমুখি -
আমিও যেন বলতে পারি তাকে ,
এই দেখ , রেখেছি তোর জন্য উর্বর শব্দভূমি ,
ছন্দের মোহ মায়া বালুচর -
আমি নই কোন কবি ,আমি এক প্রাণ - অফুরান,
শুধু তোর প্রেমে।