কবিতা হারিয়ে যায়,
বলেছে সে-
সব কিছু ছেড়ে ছুড়ে
ভালো থাকা দায়,
তবু জেগে উঠে জীবন,
বেঁচে থাকে বাঁচার লড়াই,
জমাট দুঃখের ভেতর কখনোবা
দুএক কনা হীরের মত সুখ
দেখে মানুষের মুখ,
কঠিন কুঠার কাটে
বিস্তির্ণ সময় যেন অদেখা কুয়াশা মাঠ
প্রতিটি জীবন স্বপ্ন ছুড়ে রাখে
বুনে রাখে আশা হয়ত শেষমেষ
হাতে আসে এক আঁটি আগাছা মতন|
কবিতা ফেরে না আর,
জীবন ফেরে না আর
ফিরে ফিরে আসে সময়
কাস্তে কোদাল হাতে নতুন স্বপ্ন ছড়াবার,