কবিতা একটা সূখ,
যে সুখের মরিচীকার পিছে ছুটে কবি মন গভীর প্রেমে,
তবু পায়নি তারে ছুঁতে ,
তাই কবি মানে একটা জটিল অসুখ_