খুঁজতে খুঁজতে ক্লান্ত পথিক
বিশ্ব মাঝে একা একা ।
দম্ভের স্তম্ভ গু্লো
ভেঙ্গে গেছে একে একে।
স্বার্থপরতার-অন্ধকার চারিদিক
দু চোখ জুড়ে লালসার ছায়া।
হৃদয় ভরা শুধু
লাভ ক্ষতির অঙ্ক
নিখুঁত হিসেবি, ভুল নেই কোনখানে।
এই মন পায়না খুঁজে তোমায়
তাই ভাবহীন শান্ত
ক্লান্ত একা একা ।
অপমান, সেটা কি?
স্বাভাবিক যেমন ছিলো তেমন।
কে জানে আড় চোখে
গোপনে চিনে নেয় কে যেন।
মানুষের বেশে ওরা কারা-
সে মন যানে ওদের কথা ,
তাই সে চুপচাপ ।
ওদের চোখে দৃষ্টি নেই,
ওদের চোখে জল নেই,
ওদের দেহে মন নেই ,
শুধু আছে একটা প্রান ।
সে প্রান ভরা শুধু লোভ ,
আর চরম হিংসা ।
সে তারুন্যে উদ্দমতা নেই ,
প্রতিবাদী সে মন গুলো
সেও আজ শান্ত –
ক্লান্ত বড় অভিমানী পথিক একা ।
গভীর ভালোবাসা –
আজ এর মানে অগাধ স্বার্থ মেশা,
ভালোবেসে পাবেনা তুমি ,
কিনে নিও কিছু দাম দিয়ে ।
তাই হৃদয় শূন্য , ক্ষতি নেই –
পকেট তো ফাঁকা নয়।
ভুল নয়,
ঠিকই আছে পথ
জীবনের মানে সহজ সরল
এ সমাজ বড় ঘোলাটে ।
ভালো সেও তো ওই মন্দের ভিড়ে
সাবলীল আত্ম প্রকাশ অবুঝ নয়-
বুঝে করে ভুল এও নয় ,
তবু ভুল হয়,
মন আছে তাই কথা আছে
ভোলে নি সে ইতিহাস,
সে প্রাচীন নবীনতা ।
ভোলেনি তাই ,
বাঁচতে হবে ,
বাঁচাতেই হবে।
তাই ক্লান্ত পথিক খোঁজে ভালোবাসা ,
বিশ্ব মাঝে ক্লান্ত একা একা ।