কিছু ভালোবাসা ,
আঁধার রাতের নক্ষত্র মোড়া আকাশে খোঁজে তার ইতিহাস –
আঁধারে আঁধার মেখে শুধু তুমি বোসে আছ তার প্রতিক্ষায় ,
যেন এই বুঝি সে এল -
এইতো সেই চেনা মুখ ,সেই চেনা দেহ-
তবে ভালোবাসা কোথায় ?
তখনো শেষ হয়নি রাত –
আরো গভীর আঁধার মেখে জোনাকির পিছু পিছু ছুটে যায় মন –
এভাবেই যুগ যুগান্ত ধরে মানবের খেলাঘরে বাস করে মন বিরহীরা ।
আঁধার পেরিয়ে মেঘ ছুয়েছে নীল রঙ কখন,
এক নতুন ভোরের আলো বলে চেনকি আমায় ?
কিছু ভালোবাসা চিরকাল নাম না জানা ,
একদিন নক্ষত্র হয়ে ঝরে যায় -