জন্ম –জন্মান্তর পরেও
আমি শুধু কবি হয়ে বসে থাকি –
এই রাতের নক্ষত্র খোচিত আকাশে
ভাঙ্গা ভাঙ্গা মেঘের উড়ে যাওয়া-
জ্যোৎস্না মাখা নদী জল অপরূপ সুন্দর –
তবু মন উদাস হতে পারে কই-
অন্ধকার থেকে ছুটে আসছে
কঙ্কাল হাতেরা, আমিই নিশানা যেন –
ছিঁড়ে ফেলতে চাইছে আমার সমস্ত কবিতা পাতা ।
শরীরে তাদের অনন্ত ক্ষুধা –
আমার চোখে আঙ্গুল তুলে
দেখিয়ে দিচ্ছে দেখ কবি দেখ
মানবতার গলায় ফাঁস পরে
ঝুলছে আকাশের পূর্ণিমা চাঁদ -
ছিনিয়ে নিতে পারে ক্ষুধার্ত হাতেরা
লম্বা থেকে লম্বা হচ্ছে বাড়ছে রাত ধীরে ধীরে।