এই অভাব অনটন ,
আর এই অসাস্থকর দূষিত সমাজে
এই বেরজগারে দুর্বল খুদ্ধার্ত জনগন ,
এই গুলোই খেলার গুটি -
এই নিয়েই তো আসল খেলা।
খেলার গুটি হাতে রাখতে পারলেই কিস্তিমাৎ -
খেলায় হার জিত তো থাকবেই ,
থাকবে লাভ ও লোকসান ,
কিন্তু গুটি হারালে চলবে না ,
এটাই বর্তমান ও ভবিষ্যৎ নিয়ম এ খেলার –
তবুও আশায় বাঁচে প্রান ,
কোন একদিন কেউ তো বদলাবে খেলার নিয়ম ,
কেউ তো বলবে চলো বদলে দিই এই খেলা টাই ।
সেদিনের অপেক্ষায় গুটিগুলো বিশ্বাস রাখে ,
নয়তো কবেই খেলা হতো শেষ ।