আমাকে খুঁজেছি আমি,
আকাশের বুকে মাথা ঠুকে ঠুকে,
আমাকে খুঁজেছি আমি নদী ঢেউ সাগরের শব্দ ভেঙ্গে ভেঙ্গে,
আমাকে খুঁজেছি আমি পাথরের গায়ে আঁকা খোদিত জীবনের
ক্ষয় ধরা ইতিহাস খুঁড়ে,
কেন বা পাগল এমন এ মন,
কেন তার চির ক্রন্দন এত,
কী বা সে কারন-
সহাস্য মুখ তোর,কুয়াশা ভোর
লুকিয়েছিল কি তবে সমস্ত ক্ষত বিক্ষত
মানুষের হৃদয় বুঝি লাঙল টানা মাঠ
কেবল ফসল কাটা দাগ,
আর কত লুকাব তুফান ঝড় বৃষ্টি ক্ষরা,
আর কত কাঁদি বলতো বন্যার মত,
শুধু নিজেকে বাঁচিয়ে রাখি খুঁজে খুঁজে রাখি আদিম যুগ থেকে
আকাশ বাতাস মাটি ভেদ করে,
কেন এত প্রেম তোর ও আমার?