বলোতো কবির দল –
কেন কলঙ্কে লাগে ব্যথা ,
কেন হরিণের চোখ কাজলে আঁকা ,
কেন ভাতের চালে পোকা ,
কেন ভালোবাসা এত বোকা ,
কেন প্রেম খায় শুধু ধোকা ,
কেন কবিতায় থাকতেই হবে ছন্দ ,
কেন চারিদিকে এত বারুদের গন্ধ ,
কেন ওর সাথে তার দ্বন্দ্ব ,
কেন ধার্মিক আজ ভণ্ড ,
কেন মানুষ চোখ থাকতেও অন্ধ ,
কেন মনের দরজা বন্ধ ,
কেন রাজায় রাজায় যুদ্ধ ,
কেন হয় কবিদল পোড়া কবিতায় এত মুগ্ধ ,
কেন মিথ্যের এত মাথা উঁচু ,
কেন সত্যের বাণী পড়ে থাকে আজ পিছু ,
কেন জ্ঞানের ভিতরে এত লোভ ,
কেন মানুষ হারাল বোধ ,
কেন মানুষের বুদ্ধিটা এত বেশি ,
কেন পৃথিবীকে ধ্বংস করে কাশে নাটুকে কাশি ,
কেন রাখাল সেজে সে কেন আজও বাজালো বাঁশি –
কেন মিথ্যেই ভালোবাসাবাসি –