কবিতার সাথে প্রেম হয়নি তো ,
প্রেম হয়েছিল শুধু তোর সাথে ,
যা শুধু আজ কবিতা হয়ে গেছে –
ভালোবাসিনি তো ও আকাশ বাতাস মেঘ নদী জল ,
ভালবেসেছি শুধু তোকে ,
সে ভালোবাসাই আকাশ বাতাস নদী জল শ্বাস হয়ে গেছে কখন কি জানি
আমার দু চোখে –
কি করে বোঝাই তোকে ,
কিছু চাইব , কি না চাইব না বলে- ভালো তো বাসিনি তোকে ,
তবু আমার সব চাওয়া পাওয়া শুধু তোর ভালোবাসা হয়ে গেছে।