দু চোখে গভীর প্রেম,
খুঁজে যায় কারে চুপি চুপি
সে যেন নদীর মত
বাঁধ ভাঙা দিশাহীন।
ঝরে যাওয়া শিশিরের মত
নিঃশব্দে পা ফেলে হেঁটে যায়
কলঙ্ক মাখা পথ-
চোখের কাজল কনা টুকু অপরূপ সুন্দর
সে কলঙ্ক উজবল।
এ বিশ্বের গভীর আঁধার কালো বক্ষে
জ্বলে জোনাকির মত নক্ষত্ররাজি কার প্রেমে
যে অন্ধকার ধরে রাখে আলোক ছটা
তাকে মন্দ বলো না যেন -