তখন সে এল, রুক্ষ চুলে তার বাতাসের উগ্র আদর ,
এভাবে কখনো আসেনি সে আগে জলের ঢেঊ এর মত আমাকে ভিজিয়ে দিতে –
অবাক চোখে দেখি শুধু তাকে , আমার সব লেখা ছিল ভুল ,
আবার তবে লিখতে হবে - নতুন কোন কাব্য-
মৃদু বাতাস যেভাবে জলের নরম শরীরে কাব্য লিখে দেয় আলতো আদরে –
সেভাবে লিখতে পারিনা আমি কাব্য কিছুতেই -
শুধু অনুভবের অদৃশ্য আঁচড় লাগে মনে ,
শব্দ হীন তারা সুন্দরী , জল তরঙ্গ ,কলকলিয়ে শুধু হাসে আমার ব্যার্থ তায়-
সমস্ত শব্দ হারিয়ে যায় , সব রঙ সব তুলি , এমন সময় তুই এলি?
সে হেসে বলে,
কে বলেছে লিখতে তোকে ,
আজ তো আদরের রাত , থাক শুধু হাতে হাত ,
কাব্যরা শব্দ ছাড়াও বাঁচে ।