আমার নীরবতায়,
যে কথা লুকিয়ে থাকে,
সে আমার বাস্তব,তুমি
কাব্য বলো না তাকে

আধার আকাশে যে
তারারা জেগে থাকে
বিশ্ব মাঝে তা তোমার মতই সত্য,
কল্পনায় কেন শধু রাখবে তাকে|

যদি পারো অনুভব করো,
তারার আলো ছুয়েছে তোমার চোখ দুটো,
যদি পারো শুনে দেখ,
নীরবতা কত কথা বলে নিঃশব্দে অবিরত