অভুক্ত দুর্বল জনগন,
আর কত পথ হাঁটবে?
রুজি রুটি বাদ দিয়ে
প্রতিবাদে থাকবে?
নেই ঢাল তলোয়ার,
ভুখা পেট সর্দার
টুটি চিপে মারব
যদি চাও বিচার?
আমারই দেশতো,
নেই এর শেষতো
এ দেশ লুঠে খাই
খাই মানুষের রক্ত-
কোথা যাবি জনগন
বিচার চাইতে?
কে দেবে বিচার তোকে
আমি রাজা থাকতে-
প্রসাশন নাম যার,
সে কেনা গোলাম আমার
এই গোটা সরকার,
সেও দাস কবেকার
ইতিহাস খুড়ে দেখ,
ক্ষমতাতে কিনে রাখি
যা আমার দরকার
নেই তাতে কোন ফাঁকি
জনগন জাগলে,
লাঠি গুলি চলবেই
প্রতিবাদী শব্দরা
চির ঘুম ঘুমাবেই
তবু জনগন হেঁটে যায়
হাতে হাত ধরে রয়
অসুরেরা বধ হোক
আর নয় আর নয়