এই মনের ভিতর জাগে , এক নির্জন দ্বীপ – নাম না জানা ,
আমি থাকি হাল ভাঙ্গা নাবিকের মত দিশাহারা ,
চারিদিক তার জল আর জল –
কবিতার কোলাহল , শব্দে শব্দে চুরমার -
হাজার হাজার ঢেউএ আমার নিঃশ্বাস –
যখন ভালোবাসি তোমায় ।
এক নির্জন দ্বীপ সবপ্নে বিভোর এই মনের ভিতর –
আমি তখন নীল নিলিমায় শূন্যতায় ,
বড্ড হালকা জীবন , তোমার নেশায় -
আকাশ যেমন মেশে আকাশের গায় দূর ঠিকানায় -
তেমনি মিশেছি আমি তোমার জীবনে
আবার কখনো দিয়েছি ডুব ,
গভীর অতলে ঝিনুকের গায়ে
আল্পনার রঙে মিশেছি শুধু প্রেমে -
তুমি তখনো অঙ্ক কষে যেও ,
কত হবে লাভ ,কত হবে লোকসান,
কত সুখ অথবা দুঃখ বিরহ
এ জীবনে যদি আমাকে পাও বা না পাও ভালোবেসে ।
তারপর ?
জীবনের গল্পটা না হয় একটু অন্যরকম লিখো -
তাতে মৃত ঝিনুকের কান্না , আকাশের ঠীকানা ,
আর এক নাম না জানা নির্জন দ্বীপ নাইবা থাকল -