এত এত কবিতা তোমার এত প্রতিক্ষায় জেগে থাকা ,
চাঁদ, তারা , মেঘ , সবুজ , পাহাড় নদী সূর্য
আর মানবের আনুভুতি , আর কিছু নাম না জানা শব্দ এর মত কতকি,
সব সাজিয়েছ ঠিক যেখানে যাকে মানায় সে কবিতায় -
চারিদিকে রেখেছে ভরে ভরে প্রেম আর প্রেম –
ভরে ভরে রেখেছ সুখ আর বেদনাও –
কাকে ভোলাতে চাও ?
কাকে চাও ?
আমাকে দিয়েছ মন , তাই ভেবে যাই যতদূর –
যদি আমিও তোমাকে একবার পাই ?
আমিও মিশি তাই তোমার অনন্ত প্রেমে
মিশে যাই শরীরে শরীরে –
ডুবে যাই চুম্বনে , উষ্ণ অধরে যার-
সেকি তুমি নয়?
তবুও তো মনে হয় ,
তোমাকে দেখেছি কোথায় ?
কোথায় যেন হারিয়েছে সময় –
সে সময় তুমি রেখেছ কোথায় কোন ঠিকানায় ?
সময় তো শুধু হিসাবের খাতা –
এক একটা দিন তার পাতা ,
আমি শুধু মুরখের মত দেখি মেঘ ,নদি পাহাড় ভরা একটা পরিথিবি আর একা আমি -
সময় কে রেখেছ জীবনের মত যে শুধু এগুতে জানে ,
পেছানোর পথ খানা রাখনি –
জানি জানি আমাকে রেখেছ যেথা , তার চারিদিকে তিন ভাগ জলের মত অতীত ,বর্তমান , ভবিষ্যৎ ---
আমি কোথায় ? মাটি কোথায় ?আমার আছে কি কোন পরিচয় ?
আমি শুধু এক জীবন্ত শব্দ তোমার কবিতায় এইবেলা –