আমার স্বপ্ন আর সাজে না
রামধনুর ওই রঙটা মেখে,
আমার দু-ঠোট,
আর কাঁপে না গভীর অভিমানে।
আমার চোখে জল আসে না
চোখের পলক আর পড়ে না।
মনের মধ্যে আর জাগে না
অলীক স্বপ্ন গুলো।
কথায় কথায় আর বলি না
তোমায় ভালোবাসি।
চলতি পথে আর দেখি না
ফিরে ফিরে তোমায়।
কত বদলে গেল সব
কত তাড়াতাড়ি,
শুধু অতীত ভাসে চোখে
এত বড় জীবনটাকে আজ
শুধু একপলকে বাঁধি।
সুখ দুঃখের জীবন শেষে
মৃত্যু যে আজ আমার মুখোমুখি।