সময়ের আগ্রাসি মুখ ,
যেটুকু গিলেছে সে আমায় ,
সে টুকুই নাকি আমার জীবন।
অনন্ত ক্ষুধা নিয়ে গিলে খায় জন্মে জন্মে গ্রহ ,ন ক্ষ ত্রের জীবন ও -
সামনে ছাড়ানো মোহর দানা স্ব্প্ন হয়ে , সে আমার চোখে আঁকে ভ্রম -
সুখ দুক্ষ বিরহ প্রেম কিছুই ছোঁবে না সে ,
শুধু অনন্ত ক্ষুধা নিয়ে বসে থাকে -
সে কি মানব মন?
সে মোহর দানা সময়,
আমি তো মানব মন ,নই নিস্প্রান মোহরের দ্যুতি ,
তাই যত ক্ষন আছে প্রান , সুখ দুক্ষ ভরা হৃদয়ে গাই জীবনের জয়গান ।