এখানে চারিদিকে শুধু জল আর জল,
তুমি বলছ এবার জলের ওপর দিয়ে হেঁটে যাও –
আমি ডুবে গেছি গভীর থেকে গভীরে –
নিথর দেহ , তবু মরিনি আমি ,
আমি প্রেম -
তুমি বলছ এবার জেগে ওঠ ,
আমি ঘুমন্ত অঘোর প্রেমে , আর তা পারি -
এ রকম লক্ষ কোটি আমির মৃতদেহ স্তূপ জমা হয় মনের ভিতর তোমার ইচ্ছায় –
ভালোবাসা ভালোবাসাই চায় শুধু,
বরফের মত ঠাণ্ডা স্রোত অবসাদে ,
এখনো বাঁচে জীবনের ভিড়ে জীবন্ত জীবাশ্ম প্রেমেরা ,
আর আমি ?
জলে ডোবা অথবা আগুনে পোড়া এক জীবন্ত জীবাশ্ম প্রেম ,
ভালোবাসি তোমায় ।