আমাদের কিছু কথা
মিশে গেছে ঝরে পড়া কৃষ্ণ চুড়ার হলুদ ফুলে।
কিছু গেছে মিশে বিকালের সোনা রোদে-
কিছু বা তুলেছে ঝড় বাতাসে মিশে –
আর কিছু ঝরেছে টিপটিপ বৃষ্টি হয়ে গাছের পাতায় ।
আমাদের কিছু সপ্ন,
মেঘ হয়ে উড়ে গেছে আকাশে –
সন্ধায় ডানা মেলা পাখিদের সাথে।
আমাদের কিছু সুখ খড় কুটো হয়ে
বুনেছে নীড় পাখিদের ঠোঁটে,
আর কিছু সুখ বুনোফুল হয়ে ফুটে গেছে ঘাসের আগায় ।
আমাদের কিছু প্রেম মেদিনীপুরের মেঠো পথে –
আজও তারা ঘোরে রঙ বেরঙের প্রজাপতি হয়ে ঘাস ফুলে চুমে,
হাতে হাত ধরা নির্জন তপ্ত দুপুরে –
আমাদের কিছু বহে যাওয়া দিন –
হয়েছে প্রেমের গল্প অপ্ল অপ্ল লোকমুখে ফেরে চুপি চুপি,
তারা পুকুরের পাড়ে বসে পাড়াবউ মেয়েদের সাথে হাওয়া খায় ।
এক ঝাঁক হাস আল্পনা আঁকে জলে –
আমাদের কিছু নিরবতা চাপা আছে
সে জল ঢেউ তরঙ্গ তলে ।
আমাদের কিছু অভিমান হয়েছে টুকরো টুকরো ,
আমাদের তুমুল হার না মানা ঝগড়ায় –
ছেঁড়া মুক্তা মালার , আজও সে ঝিনুক খোঁজে ।