আবর্জনার স্তুপ ঠেলে মাথা উছু করে ফুটে আছে ছোট ছোট ঘাস ফুল –
ভোরের আলোয় ভরা দেহ,  
হিমেল হাওয়ার মাতাল নেশায়  দোলে , …এটাই জীবন ।
আমি একা শুধু আবর্জনার স্তুপে মুখ গুঁজে পড়ে থাকি ,
এই মন ও মানব জীবনে শুধু এক নষ্ট মিথ্যে খেলায় –
ইছে করে কখনো কখনো আমিও মুখটা তুলি,
একবার ওই ঘাস ফুলের মত মাথা উঁচু করে ,  
সমস্ত আবর্জনা ঠেলে-কোন এক দিন ভোরের আলোয় -
পৃথিবির বুকে একে দিই এক মানব জীবন ,
যেন বা ফুলের দেশ -
সব রং আছে  আমার চোখের ভিতর -
অথবা এই পৃথিবি শুধু অন্ধকার ।